Swasthya sathi card balance check online – কিভাবে দেখবেন পুরো জেনে নিন

Swasthya sathi card balance check online : আপনার স্বাস্থ্য সাথী কার্ডে কত টাকা ব্যালেন্স রয়েছে ও এই বছর চিকিৎসায় আপনার কত টাকা খরচ হয়েছে জেনে নিন বিস্তারিত।

WhatsApp Group Join Now

স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিমা প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য সাথী কার্ডধারী পরিবার বছরে ₹৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেয়ে থাকে। কিন্তু অনেকেই জানেন না, কীভাবে অনলাইনে স্বাস্থ্য সাথী কার্ড ব্যালেন্স চেক করা যায় বা কার্ডে কত টাকা এখনো বাকি আছে সেটা দেখা যায়। এখানে আলোচনা করবো আপনি কিভাবে অনলাইনে খুব সহজেই আপনার স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স চেক করতে পারবেন।

স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স বলতে কি বোঝানো হয়?

স্বাস্থ্য সাথী কার্ডের “ব্যালেন্স” বলতে বোঝানো হয় – আপনি বা আপনার পরিবারের চিকিৎসার জন্য বরাদ্দ ₹৫ লক্ষ টাকার মধ্যে আপনি এই বছর কত টাকার চিকিৎসা বাবদ খরচ করেছেন এবং আপনার স্বাস্থ্য সাথী কার্ডে কত টাকা এখনো বাকি রয়েছে।

আরো পড়ুন : পশ্চিমবঙ্গের সেরা ১০ টি প্রকল্প আবেদন করলেই পাবেন ভাতা

কিভাবে swasthya sathi card balance check online চেক করবেন?

স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যালেন্স চেক করার জন্য আপনাকে কিছু ধাপ এর মাধ্যমে যেতে হবে এবং আপনার স্বাস্থ্য সাথী কার্ড এর রেজিস্টার মোবাইল নম্বর ও আপনার আধার কার্ড নম্বরটি সাথে রাখতে হবে. সমস্ত ধাপ নিচে দেওয়া হলো যেগুলি অনুসরণ করে আপনি সহজেই আপনার স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যালেন্স চেক করতে পারবেন।

  • Visit official site : সর্বপ্রথমে আপনাকে সাথী কার্ড এর অফিশিয়াল সাইটে যেতে হবে, official site link
  • Find Your Name : সেখানে যাওয়ার পরে ‘Find Your Name’ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • Mobile number : এই ঘরটিতে আপনার মোবাইল নম্বরটি দিতে হবে এবং ‘Yourself’ অপশনটি সিলেক্ট করে সাবমিট বাটন টিতে ক্লিক করতে হবে।
  • Fill details : এই ঘর গুলিতে সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে যেমন জেলার নাম, আধার কার্ড বা রেশন কার্ড নম্বর, ব্লক বা পৌরসভা, ব্লক বা পৌরসভার নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, এবং আপনার আধার কার্ডের নম্বর বা আপনার রেশন কার্ডের নম্বরটি দিতে হবে, তারপরে নিচে দেওয়া সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে।
  • Family Name & Details : তথ্য সঠিকভাবে দিলে আপনার পরিবারের সদস্যদের নামসহ তালিকা আসবে।

প্রতিটি সদস্যের নামের পাশে একটি অপশন থাকবে, যেখানে আপনি কত টাকা ব্যয় হয়েছে ও কতটা বাকি আছে, তা দেখতে পারবেন। এখানেই আপনি পাবেন আপনার Swasthya Sathi card balance check online এর সম্পূর্ণ তথ্য।

মোবাইল থেকে কিভাবে ব্যালেন্স চেক করবেন ?

আপনি চাইলে আপনার মোবাইল থেকেও স্বাস্থ্য সাথী App এর মাধ্যমে সমস্ত তথ্য পেতে পারেন।

  • অ্যাপটি Google Play Store থেকে ডাউনলোড করে নিন।
  • App খুলে লগইন করুন।
  • “Balance Status” বা “Claim Summary” অপশন সিলেক্ট করুন।
  • কার্ড নম্বর দিয়ে লগইন করলেই আপনার ব্যালেন্স App এর মধ্যে দেখতে পাবেন।

স্বাস্থ্য সাথী হেল্পলাইন নম্বর – Swasthya sathi helpline Number

আপনি যদি অনলাইনে সুবিধা না পান, তাহলে সরাসরি হেল্পলাইন নম্বরে ফোন করেও আপনার স্বাস্থ্য সাথী কার্ডের সমস্ত তথ্য জানতে পারেন।

স্বাস্থ্য সাথী হেল্পলাইন নম্বর: 1800-345-5384 (Toll-Free)

কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি আপনাকে জানা দরকার

কার্ড ব্যালেন্স রিফ্রেশ হতে কিছুটা সময় লাগে, তাই নতুন ক্লেম করার পরে সাথে সাথে সবসময় ব্যালান্স আপডেট নাও হতে পারে, ওই নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

যদি কোনো ভুল তথ্য দেখা যায়, তাহলে আপনার নিকটবর্তী স্বাস্থ্য সাথী কেন্দ্রে বা বিডিও অফিসে যোগাযোগ করুন।

স্বাস্থ্য সাথী কার্ডে ব্যালেন্স চেক করার জন্য কোনও রকম টাকা পয়সা লাগে না।

কেন স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স জানাটা জরুরি?

স্বাস্থ্য সাথী কার্ডের বর্তমান ব্যালান্স জানা থাকলে অনেক ধরণের সুবিধা হয়, যেমন :

  • চিকিৎসার আগেই সঠিক ভাবে পরিকল্পনা করা সম্ভব।
  • চিকিৎসার জন্যে অপ্রয়োজনীয় খরচ এড়ানো যাই।
  • আরো অন্যান্য ক্লেম করতেও সুবিধা হয়।
  • নিজের সুবিধামতো হাসপাতাল বেছে নিতে সাহায্য হয়।

আপনার পরিবারের চিকিৎসার নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য সাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি দুর্দান্ত উদ্যোগ। আর অনলাইনে নিজের Swasthya Sathi card balance check করে আপনি ভবিষ্যতের জন্য আর্থিক দিক দিয়ে আরও ভালো প্রস্তুতি নিতে পারবেন।

তাই আজই স্বাস্থ্য সাথী কার্ডের ওয়েবসাইটে গিয়ে দেখে নিন আপনার কার্ডে এখনো কত টাকা রয়েছে।

WhatsApp Group Join Now

আমাদের মাধ্যমে সমস্ত তথ্য দ্রুত পেতে আমাদের Whatsapp channel টি ফলো করে নিন । Whatsapp channel এর মাধ্যম আমরা সব রকমের ছোট বড় আপডেট দিয়ে থাকি, ধন্যবাদ ।

আরো পড়ুন : লক্ষীর ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন প্রক্রিয়া

1 thought on “Swasthya sathi card balance check online – কিভাবে দেখবেন পুরো জেনে নিন”

  1. Pingback: বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৫ কিভাবে দেখবেন? - Bangla Awas Yojana

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top