
Bangla Awas Yojana : বাংলা আবাস যোজনা লিস্ট মোবাইল থেকে ডাউনলোড করুন এবং দেখে নিন লিস্টে আপনার নাম আছে কিনা।
বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প, যা মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনাকে লক্ষ্য করে চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের গরিব ও গৃহহীন পরিবারদের পাকাবাড়ি তৈরি করার জন্য আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়।
২০২৫ সালের বাংলা আবাস যোজনার নতুন তালিকা (beneficiary list) অনলাইনে প্রকাশিত হয়েছে। এই তালিকায় আপনার নাম নাম থাকলে, আপনি সহজেই আপনার ঘরের টাকা এবং কাজের স্টেটাস ট্র্যাক করতে পারবেন।
আরো পড়ুন : জেনে নিন স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালান্স কিভাবে চেক করবেন
কে কে এই প্রকল্পের জন্য যোগ্য? – Eligibility criteria
বাংলা আবাস যোজনায় আবেদন করার জন্য আবেদনকারীকে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়, সেগুলি হলো :-
- গ্রামীণ এলাকার গৃহহীন পরিবার
- যাদের পরিবারে কাঁচা ঘর আছে
- বার্ষিক আয় নির্দিষ্ট সীমার নিচে
- সামাজিক-অর্থনৈতিক সার্ভেতে নাম আছে (SECC List)
- কোনও সরকারি কর্মচারী বা আয়করদাতা নয়
বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৫ কিভাবে দেখবেন? Bangla Awas Yojana List
বাংলা আবাস যোজনা লিস্ট চেক করে আপনি নিশ্চিত হতে পারবেন যে লিস্টে আপনার নাম আছে এবং আপনি খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন। এই লিস্ট চেক করার দুটি উপায় রয়েছে যেগুলি হলো
1. সরকারি ওয়েবসাইটের মাধ্যমে (PMAY-G)
- সর্বপ্রথম আপনি আবাস যোজনার অফিসিয়াল সাইট এ যান official site link
- মেনু থেকে “Stakeholders” এ যান
- সেখানে “IAY/PMAYG Beneficiary” অপশন-এ ক্লিক করুন
- আপনার PMAY ID বা জেলা, গ্রামপঞ্চায়েত, ব্লক নির্বাচন করুন
- তারপরে সেখানে নাম ও বিস্তারিত তথ্য দেখতে পারবেন
2. পশ্চিমবঙ্গের জেলা পোর্টাল থেকে
অনেক জেলা প্রশাসন নিজেদের ওয়েবসাইটে বাংলা আবাস যোজনার তালিকা পাবলিশ করে। যেখানে থেকে আপনি সহজেই আপনার জেলার ওয়েবসাইট থেকে নিজের তালিকা ডাউনলোড করতে পারবেন। জেলার ওয়েবসাইট এর নাম এইরকম হয় যেমন :-
- https://murshidabad.gov.in
- https://nadia.gov.in
সেখানে “বাংলা আবাস যোজনা তালিকা” বা “গ্রামীণ আবাসন প্রকল্প” অপশনে ক্লিক করলে তালিকা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন।
যদি লিস্টে নাম না থাকে? তাহলে কি করণীয়
আপনি বাংলা আবাস যোজনায় আবেদন করছেন এবং আপনি যোগ্য ব্যাক্তি হওয়ার পরেও যদি আপনার তালিকায় নাম না থাকে তাহলে আপনার করণীয় বিষয় গুলি হলো :-
- আপনার স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন
- নতুন আবেদন বা সংশোধনের জন্য BDO অফিসে ফর্ম জমা দিন
- SECC সার্ভেতে নাম যুক্ত করাতে পারেন
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
বাংলা আবাস যোজনার অধীনে প্রতি পরিবার ₹১.২০ লক্ষ টাকা সহায়তা পায়
এই টাকা দুটি কিস্তিতে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়
আবাস যোজনার বাড়ি তৈরির সঙ্গে সঙ্গে শৌচালয় ও বিদ্যুৎ সংযোগ-এর সুবিধাও দেওয়া হয়
বাংলা আবাস যোজনা পশ্চিমবঙ্গের দরিদ্র পরিবারদের স্বপ্নের পাকাবাড়ি নির্মাণে সহায়তা করছে। আপনি যদি এই প্রকল্পের আওতাভুক্ত হন, তাহলে অনলাইনে নিজের নাম খুঁজে বের করুন এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
আপনি বাংলা আবাস যোজনার দুই কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক একাউন্টে পেয়েছেন? নিচে কমেন্ট করে আমাদের জানান।
আমাদের মাধ্যমে সমস্ত তথ্য দ্রুত পেতে আমাদের Whatsapp channel টি ফলো করে নিন । Whatsapp channel এর মাধ্যম আমরা সব রকমের ছোট বড় আপডেট দিয়ে থাকি, ধন্যবাদ ।
আরো পড়ুন : পশ্চিমবঙ্গের সেরা ১০টি প্রকল্প আবেদন করলেই পাবেন ভাতা