
Kanyashree ID Search by Name : কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় ও প্রশংসিত প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কিশোরী উপকৃত হয়। যারা ইতিমধ্যে কন্যাশ্রী প্রকল্পে আবেদন করেছেন বা এই প্রকল্পের যারা সহায়তা পাচ্ছেন, অনেক সময় তাদের Kanyashree ID হারিয়ে যায় বা মনে থাকে না। তখন মনে প্রশ্ন ওঠে “কিভাবে নাম দিয়ে কন্যাশ্রী আইডি খুজবো”?
আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে আপনি নাম দিয়ে কন্যাশ্রী আইডি খুঁজবেন ও এর জন্য কি কি তথ্য দরকার।
কন্যাশ্রী আইডি কি । What is Kanyashree ID?
কন্যাশ্রী আইডি হল একটি ইউনিক নম্বর যা প্রতিটা আবেদনকারীকে এই প্রকল্পে আবেদন করার সময় দেওয়া হয়। এই আইডির মাধ্যমে আপনার আবেদনের স্ট্যাটাস, টাকা ট্রান্সফারের স্ট্যাটাস সমস্ত কিছু চেক করতে পারেন।
আরো পড়ুন : কিভাবে লক্ষীর ভান্ডার নতুন ফর্ম পূরণ করবেন?
কন্যাশ্রী আবেদনের স্ট্যাটাস কিভাবে জানবেন। Track Application Status
আবেদনের স্ট্যাটাস জানতে আপনাকে কন্যাশ্রী প্রকল্পের অফিশিয়াল সাইটে যেতে হবে, Official Site Link

তারপরে নিচের তথ্যগুলো দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন
- Year: আপনি যে বছর আবেদন করেছিলেন সেটিকে সিলেক্ট করুন।
- Type of Scheme: আপনি যে স্কিমের স্ট্যাটাস জানতে চাইছেন সেটি সিলেক্ট করুন। K1 বাৎসরিক স্কলারশিপ, K2 এককালীন সহায়তা।
- Applicant Id: আপনার অ্যাপ্লিকেশন আইডি টা লিখুন।
- Date of Birth: আপনার জন্মের তারিখটা সিলেক্ট করুন।
- CAPTCHA: ওখানে দেওয়া ক্যাপচাটি পাশের ঘরে সঠিকভাবে লিখুন।
এই সমস্ত তথ্য গুলি পূরণ করে আপনি সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার আবেদনের স্থিতি জানতে পারবেন।
নাম দিয়ে কন্যাশ্রী আইডি কিভাবে খুঁজবেন। Kanyashree ID Search by Name
বর্তমানে কন্যাশ্রী প্রকল্পের ওয়েবসাইটে সরাসরি নাম দিয়ে আইডি খোঁজার কোনরকম অপশন নেই। তবে কিছু বিকল্প অপশন রয়েছে যেগুলি মাধ্যমে আপনি আপনার কন্যাশ্রী আইডি সহজেই ফিরে পেতে পারেন। এই বিকল্প গুলি নিচে আলোচনা করা হলো
বিদ্যালয়ে গিয়ে খোঁজ করুন
আপনি যে স্কুলে বা কলেজে থেকে কন্যাশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন, সেখানে আপনার আবেদনের রেকর্ড থাকবে, আপনার নাম ও বয়স জানালে স্কুল বা কলেজ কর্তৃপক্ষ আপনাকে আপনার আইডি খুঁজে দিতে পারবে।
আপনার বিডিও অফিসে যোগাযোগ করুন
আপনার ব্লক অফিসে গিয়েকন্যাশ্রী নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করুন। সেখানে আপনার নাম, জন্মতারিখ ও অন্যান্য তথ্য নিয়ে আপনার কন্যাশ্রী আইডি খুঁজে দিতে পারবে।
EMAIL এর মাধ্যমে সাহায্য
কন্যাশ্রী পোর্টালে দেওয়া ইমেলেও আপনি মেইল করে আপনার আইডি সম্বন্ধে জানতে পারেন। অফিশিয়াল ইমেইল আইডি হলো:- support.kanyashree@nic.in
দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে।
আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসলে সেখানে গিয়েও আপনি কন্যাশ্রী প্রকল্পের আইডির ব্যাপারে সহায়তা নিতে পারেন।
নাম দিয়ে সরাসরি আইডি খোঁজার বর্তমানে কোন অনলাইন সুবিধা না থাকলেও উপরের পদ্ধতিগুলি অনুসরণ করলে আপনি আপনার কন্যাশ্রী আইডি সহজেই ফিরে পেতে পারেন।
আপনার পরিচিত যদি কেউ এই সমস্যায় পড়ে থাকে, তাহলে তার সঙ্গে আমাদের প্রতিবেদনটি অবশ্যই শেয়ার করুন।
আমাদের মাধ্যমে সমস্ত তথ্য দ্রুত পেতে আমাদের Whatsapp channel টি ফলো করে নিন । Whatsapp channel এর মাধ্যম আমরা সব রকমের ছোট বড় আপডেট দিয়ে থাকি, ধন্যবাদ ।