
Laxmi Bhandar Form Fill Up 2025 : লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য কিভাবে ফর্ম ফিলাপ করবেন সহজ ভাষায় বিস্তারিত জেনে নিন ।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ
লক্ষীর ভান্ডার পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় সরকারি প্রকল্প । এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের ২৫ থেকে ৬০ বছরই মহিলাদের প্রতিমাসে ১০০০ টাকা(General Category) ও ১২০০ টাকা(SC/ST Category) দেওয়া হয় । এই প্রকল্পটি রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে ও সমাজে তাদের মান উন্নয়ন করতে ২০২১ সালে চালু করা হয় ।
Laxmi Bhandar Apply Online – লক্ষীর ভান্ডারে অনলাইনে কীভাবে করবেন ?
লক্ষীর ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য নিচের ধাপ গুলি ফলো করুন
- সর্বপ্রথম লক্ষীর ভান্ডার প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যান Website Link:- https://socialsecurity.wb.gov.in
- Home পেজে গিয়ে “Laxmi Bhandar” প্রকল্প নির্বাচন করুন। মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং OTP ভেরিফিকেশনের মাধ্যমে লগইন করুন।
- তারপরে আপনার ব্যক্তিগত তথ্য দিন যেমন আপনার নাম, ঠিকানা, আধার নম্বর, ব্যাংক ইত্যাদি।
- তারপরে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপলোড করুন যেমন, আধার কার্ড, ব্যাঙ্কের প্রথম পাতার কপি, ভোটার কার্ড ইত্যাদি ।
- সর্বশেষ সাবমিট ক্লিক করুন এবং রেফারেন্স নম্বরটি লিখে রাখুন, ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত জরুরি।
তবে বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি বন্ধ রয়েছে । আপনি যদি লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে চান তাহলে আপনাকে ফর্ম সংগ্রহ করে দুয়ারে সরকার ক্যাম্পে বা আপনার নিকটবর্তী ব্লক অফিসে জমা দিতে হবে । কিভাবে ফরমটি ফিলাপ করবেন সেটি নিচে দেওয়া হল ।
Laxmi Bhandar Form Fill Up 2025 – লক্ষীর ভান্ডার ফর্ম ফিলাপ প্রক্রিয়া
সর্বপ্রথম আপনাকে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ডাউনলোড করে নিতে হবে Form Download Here
তারপরে ফর্মটি প্রিন্ট আউট করে আপনি নিচের ধাপগুলি ফলো করে ফর্মটি ফিলাপ করুন
- Application ID (for officials only) – এটি অফিশিয়াল ব্যবহারের জন্য তাই এটি ফাঁকা রাখুন ।
- Duare Sarkar Registration no. – এই ঘরটিও অফিশিয়াল ব্যবহারের জন্য ফাঁকা রাখুন ।
- Swasthya sathi Card no. – এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটি লিখুন ।
- Aadhaar No. – এখানে আপনার আধার নম্বরটি লিখুন ।
- Beneficiary Name – এই ঘরে আপনার নাম এবং পদবী লিখুন ।
- Mobile Number – এখানে আপনার মোবাইল নম্বরটি লিখুন ।
- Date of Birth – এই ঘরে আপনার জন্ম তারিখটি লিখুন ।
- Father’s Name – এখানে বাবার নাম ।
- Mother’s Name – এখানে আপনার মায়ের নাম ।
- Spouse Name – আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামীর নাম টি এখানে লিখুন এবং অবিবাহিত হলে এই ঘরটি ফাঁকা রাখুন ।
- SC/ST certificate no – আপনি যদি SC/ST হয়ে থাকেন তাহলে আপনার সার্টিফিকেটের নম্বরটি লিখুন ।
- Marital Status – আপনি অবিবাহিত, বিবাহিত, বিধবা বা ছাড়পত্র যেটি আপনার জন্য প্রযোজ্য সেই ঘরে আপনি টিক দিন ।
- CONTACT DETAILS – এই ঘরটিতে ডকুমেন্ট অনুযায়ী আপনার ঠিকানাটি সঠিকভাবে পূরণ করুন ।
- Number of Years Dwelling in West Bengal – এইখানে লিখুন পশ্চিমবঙ্গে কতদিন ধরে বসবাস করছেন ।
- Bank Name – আপনার যে ব্যাংকে একাউন্ট আছে সেই ব্যাংকের নামটি এখানে লিখুন ।
- Bank Branch Name – আপনার ব্যাংকের শাখার নামটি লিখুন এখানে ।
- Bank Account No – আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে লিখুন ।
- IFSC Code – আপনার ব্যাংকের IFSC কোডটি এই ঘরে লিখুন ।
- Signature of Applicant – এর নিচে আপনি সই করুন ।
- ACKNOWLEDGEMENT – তারপরে একনলেজমেন্ট ফরমটি নির্দিষ্ট তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করুন ।
উপরের ধাপগুলো আপনি সঠিকভাবে ফলো করে খুব সহজেই লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন ফর্মটি আপনি করতে পারবেন । আবেদন করার পরে আপনি অনলাইনে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন ।
আরো পড়ুন:- লক্ষীর ভান্ডারের আবেদনের স্টেটাস কিভাবে দেখবেন
প্রয়োজনীয় ডকুমেন্ট লিস্ট (Document Required)
লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলি আবেদন পত্রটির সাথে জমা দিতে হবে
- স্বাস্থ্য সাথী কার্ড
- আধার কার্ড
- ব্যাংক পাসবুক এর প্রথম পাতার ফটো
- পাসপোর্ট সাইজের ফটো
- SC/ST সার্টিফিকেট ( যদি আপনি SC/ST হয়ে থাকেন)
আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility)
- আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারী অন্য কোনো সরকারি চাকরির সুবিধা না পেয়ে থাকলে অগ্রাধিকার পাবেন।
- বৈধ আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
আপনি কি এর আগে লক্ষীর ভান্ডার প্রকল্পের কোন ফরম ফিলাপ করেছেন? নাকি এই আর্টিকেলটি পড়ে ফরমটি ফিলাপ করবেন সেটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানান ।
আমাদের মাধ্যমে সমস্ত তথ্য দ্রুত পেতে আমাদের Whatsapp channel টি ফলো করে নিন । Whatsapp channel এর মাধ্যম আমরা সব রকমের ছোট বড় আপডেট দিয়ে থাকি, ধন্যবাদ ।
আরো পড়ুন:- পশ্চিমবঙ্গের সেরা ১০ টি প্রকল্প, আবেদন করলেই পাবেন ভাতা
Pingback: Laxmi Bhandar Status Check by Aadhaar number - সম্পূর্ণ গাইড (2025)
Pingback: Kanyashree ID Search by Name । কন্যাশ্রী নাম দিয়ে আইডি কিভাবে খুঁজবেন?