
Laxmi Bhandar Status : লক্ষীর ভান্ডার প্রকল্পের স্টেটাস আধার নম্বর দিয়ে কিভাবে চেক করবেন, সেটা খুব সহজভাবে এবং বিস্তারিত জেনে নিন।
আপনি কিছুদিন আগে দুয়ারে সরকার ক্যাম্পে বা ব্লক অফিসে থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনো আপনার একাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকছে না । আপনি হয়তো চিন্তাই রয়েছেন, কিন্তু এখন আর আপনার কোন চিন্তা নেই, কারণ আজকে আমরা আপনাকে বলবো কিভাবে আপনি ঘরে বসেই আপনার আধার নম্বর ব্যবহার করে বর্তমান স্থিতি দেখতে পাবেন। Laxmi Bhandar Status Check by Aadhaar number.
এই প্রতিবেদনটি পড়ার পরে আপনি নিজেই জানতে পারবেন যে আপনার আবেদনটি এখন কোন পর্যায়ে আছে এবং কবে থেকে আপনি টাকা পাবেন ।
লক্ষীর ভান্ডার প্রকল্প (Laxmi Bhandar Prokolpo)
লক্ষীর ভান্ডার পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প, 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করেন ।
লক্ষীর ভান্ডার প্রকল্পের শুরুতে পশ্চিমবঙ্গের সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা পেত । 2024 সালে লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা বাড়ানো হয়, তারপর থেকে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসে 1200 টাকা করে ভাতা পাচ্ছেন ।
আরো পড়ুন:- লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম কিভাবে ফিলাপ করবেন
লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদনের যোগ্যতা (Laxmi Bhandar Eligibility)
লক্ষীর ভান্ডার পশ্চিমবঙ্গের এমন একটি প্রকল্প যেখানে আবেদন করার জন্য বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন হয় না যেখানে। অর্থাৎ এই প্রকল্পটি চালু করার মূল উদ্দেশ্যই ছিল পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা । তাই পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে, তবে সামান্য কিছু নিয়ম আছে যেগুলি পূরণ করা জরুরী ।
এই নিয়ম গুলি হল :-
- আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স অবশ্য 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারী নামে একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে, ব্যাংক একাউন্টটি শুধু আবেদনকারী নামেই হতে হবে, এখানে জয়েন্ট ব্যাংক একাউন্ট গ্রহণযোগ্য হয়না।
- আবেদনকারী কোনরকম সরকারি বা বেসরকারি সংস্থার কাজের সঙ্গে যুক্ত থাকা চলবে না।
- আবেদনকারীর স্বাস্থ্য সাথী কার্ড থাকা জরুরি।
লক্ষীর ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন (how to apply Laxmi Bhandar)?
লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করা একটি অত্যন্ত সহজ প্রক্রিয়া। বর্তমানে লক্ষীর ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করা যায় না। তাই আপনাকে এই প্রকল্পে দুয়ারের সরকার ক্যাম্পে বা আপনার নিকটবর্তী ব্লক অফিসে গিয়েই আবেদন করতে হবে।
সর্বপ্রথম আপনাকে লক্ষীর ভান্ডার প্রকল্পের একটা ফর্ম সংগ্রহ করতে হবে । তারপরে সেটি সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করে জমা দিতে হবে। ফরমটি পূরণ করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন কোনো রকম ভুল না হয়। ফর্মে যদি কোনো রকম ভুল তথ্য দেন তাহলে আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যাবে, তাই এই দিকে বিশেষ নজর রাখা দরকার।
আবেদন করার জন্য কি কি নথি প্রয়োজন (Required Documents)
লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য আবেদন পত্রটির সাথে নিম্নলিখিত নথি গুলির জেরক্স কপি জমা দিতে হবে ।
- আধার কার্ড
- স্বাস্থ্য সাথী কার্ড
- কাস্ট সার্টিফিকেট ( যদি আপনি SC বা ST হয়ে থাকেন)
- ব্যাংক একাউন্ট এর বিবরণ
- একটি পাসপোর্ট সাইজ রঙিন ফটো
- একটি নিজস্ব ঘোষণাপত্র
কেন ‘Laxmi Bhandar Status Check by Aadhaar number’ করা দরকার?
আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করার পরে যদি আপনার স্ট্যাটাসটি না চেক করেন তাহলে আপনি জানতেই পারবেন না যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা বা আবেদনে কোন ভুল ত্রুটি হয়েছে কিনা ।
যদি আবেদনটি গ্রহণ হয়ে যায় তাহলে তার পরের মাস থেকে আপনার ব্যাংক একাউন্টে টাকা ঢোকা শুরু করবে । কিন্তু যদি আবেদন পত্রে কোনরকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনাকে সেটি সংশোধন করে পুনরায় আবেদন করতে হবে । তাই ‘Laxmi Bhandar Status Check by Aadhaar number’ অবশ্যই দরকার ।
লক্ষীর ভান্ডার প্রকল্পের স্টেটাস চেক করতে কি কি লাগবে ?
নিচে দেওয়া যেকোনো একটি তথ্য ব্যবহার করে আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন
- আধার কার্ড নম্বর
- মোবাইল নম্বর
- স্বাস্থ্য সাথী কার্ড নম্বর
- অ্যাপ্লিকেশন আইডি
Laxmi Bhandar Status Check by Aadhaar number – ধাপে ধাপে পদ্ধতি
নিচে দেওয়া ধাপ গুলি ফলো করে আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন
- সর্বপ্রথম আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://socialsecurity.wb.gov.in
- তারপরের ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করতে হবে ।

- “Search Using” ড্রপডাউন অ্যারো তে ক্লিক করে আধার কার্ড নম্বর অপশনটি সিলেক্ট করতে হবে ।

- তার পাশের ঘরে আপনার আধার কার্ড নম্বরটি বসাতে হবে এবং পাশের দেওয়া ক্যাপচাটি তার পাশের ঘরে বসাতে হবে ।

- তারপরে সার্চ ক্লিক করতে হবে ।

তারপরেই আপনার আবেদনের সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন। আপনার একাউন্টে যদি এখনো লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা না ঢুকে থাকে তাহলে আপনার স্ট্যাটাসটি এইরকম দেখাবে, বা যদি আপনার আবেদনের কোনরকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এখানে রিজেক্ট ও দেখাতে পারে।
এইভাবে আপনি ‘Laxmi Bhandar Status Check by Aadhaar number’ চেক করতে পারবেন ।
আমাদের মাধ্যমে সমস্ত তথ্য দ্রুত পেতে আমাদের Whatsapp channel টি ফলো করে নিন । Whatsapp channel এর মাধ্যম আমরা সব রকমের ছোট বড় আপডেট দিয়ে থাকি, ধন্যবাদ ।
আরো পড়ুন :- কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে



Pingback: পশ্চিমবঙ্গের সেরা ১০ টি সরকারি প্রকল্প | West Bengal Government Schemes
Pingback: Laxmi Bhandar Form Fill Up 2025 | লক্ষীর ভান্ডার ফর্ম ফিলাপ
Pingback: Laxmi Bhandar Prokolpo Online Apply - লক্ষ্মী ভান্ডার প্রকল্প অনলাইনে আবেদন