Rupashree Prakalpa : মেয়েদের বিবাহে সরকারি আর্থিক সহায়তা

Rupashree Prakalpa : পশ্চিমবঙ্গের যুবতী মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ২০১৮ সালে চালু হয় রূপশ্রী প্রকল্প। কিভাবে টাকা পাবেন জেনে নিন।

WhatsApp Group Join Now

মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণ প্রকল্প চালু করেছেন যার মধ্যে রূপশ্রী প্রকল্প অন্যতম। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের গরিব ও মধ্যবিত্ত পরিবারের মেয়েদের বিয়ের সময় এককালীন ২৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। যারা এই সুবিধা নিতে চান, তাদের জন্য রইল রূপশ্রী প্রকল্পের সব তথ্য এক জায়গায়।

রূপশ্রী প্রকল্পে আবেদনের যোগ্যতা (Rupashree Prakalpa Eligibility)

রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়। সেগুলি নিচে দেওয়া হল :-

  • রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি নিচে দেওয়া হল।
  • শুধুমাত্র অবিবাহিত মেয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবে। 
  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারী কোনরকম সরকারি চাকরি বা কাজের সঙ্গে যুক্ত থাকা চলবেনা।
  • বিয়ের অন্তত ৬০ দিন আগে আবেদন জমা দিতে হবে।
  • আবেদন পত্রটি গ্রহণযোগ্য হলে প্রকল্পের টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

রূপশ্রী প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Rupashree Prakalpa Documents)

রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট নথিপত্রের প্রয়োজন হয়। যেগুলি তালিকা নিচে দেওয়া হলো:-

  • আবেদনকারীর জন্ম সার্টিফিকেট / মাধ্যমিক অ্যাডমিট।
  • আবেদনকারীর ও বর পক্ষের ভোটার আইডি কার্ড / আধার কার্ড।
  • পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকার কম এমন প্রমাণ।
  • পাত্রের বয়স ২১ বছর এবং পাত্রীর বয়স ১৮ বছর, তা প্রমাণ করে এমন কাগজ।
  • বিবাহ নিবন্ধনের সার্টিফিকেট বা বিবাহের কার্ড।
  • আবেদন কারীর ব্যাংক পাসবইয়ের বিবরণ।
  • আবেদনকারীর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।

রূপশ্রী প্রকল্পের ফর্ম (Rupashree Prakalpa Form)

রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট একটি ফর্ম পূরণ করতে হয়। এই ফর্ম আপনার নিকটবর্তী বিডিও অফিস বা পৌরসভা অফিস থেকে থেকে সংগ্রহ করতে পারেন। অথবা পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন ফর্ম ডাউনলোড করা করা যায় Form Download Link

ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথি-সহ বিডিও অফিসে বা পৌরসভা অফিসে জমা দিতে হয়। ফর্ম জমা দেওয়ার সময় অফিস থেকে একটি রসিদ দেওয়া হয়, যেটির মাধ্যমে টাকা কবে ঢুকবে তার স্টেটাস জানতে পারা যায়।

 অনলাইনে রূপশ্রী প্রকল্পে আবেদনপ্রক্রিয়া (Rupashree Prakalpa Online Apply)

বর্তমানে রূপশ্রী প্রকল্পে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু হয়নি, রূপশ্রী প্রকল্পে মূলত অফলাইন আবেদন-ই গ্রহণযোগ্য। তবুও অনেকে খুঁজে থাকেন কীভাবে রূপশ্রী প্রকল্প অনলাইনে আবেদন করা যায়। পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি রূপশ্রী প্রকল্পেরআবেদন ফর্ম ডাউনলোড করতে পারেন এবংসমস্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন।

ভবিষ্যতে সরকার যদি সম্পূর্ণ অনলাইন আবেদন ব্যবস্থা চালু করে, তবে সেই তথ্যও আপনি আমাদের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন।

রূপশ্রী প্রকল্পের স্ট্যাটাস চেক (Rupashree Prakalpa Status Check)

 আপনি যদি রূপশ্রী প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই জানতে চাইবেন আপনার আবেদনটি কোন অবস্থায় আছে। অনলাইন রূপশ্রী প্রকল্পের স্টেটাস চেক করার জন্যে আপনাকে অফিসিয়াল সাইট -এ যেতে হবে status check link এখানে গিয়ে আপনার Application ID ও Application Year দিয়ে আবেদনের স্থিতি জানতে পারবেন। এছাড়াও নিচে দেওয়া বিকল্প গুলির মাধ্যমে আপনি আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন যেমন

  • আবেদনের রশিদ নম্বর সহ আপনার ভিডিও অফিস বা পৌরসভা অফিসে যোগাযোগ করতে পারেন।
  • রুপশ্রী প্রকল্পের ফোন নম্বরে ফোন করেও আপনার আবেদনের স্থিতি জানতে পারেন।

রূপশ্রী প্রকল্পের হেল্পলাইন নম্বর (Rupashree Prakalpa Helpline Number)

রুপশ্রী প্রকল্পের আবেদন প্রক্রিয়া বা অন্য কোন তথ্য জানার জন্য এই প্রকল্পের হেল্পলাইন নম্বরে আপনি ফোন করে জানতে পারেন। রূপশ্রী হেল্পলাইন নম্বর: 033-2257-1695 / তবে যে কোন অসুবিধা বা সাহায্যের জন্য আপনার নিকটবর্তী বিডিও অফিসে বা পৌরসভা অফিসে যোগাযোগ করাটাই সব থেকে ভালো।

তবে মনে রাখবেন, সময়মতো যোগাযোগ করা এবং নিজের সব ডকুমেন্ট রেডি রাখা খুবই জরুরি।

রূপশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের অবিবাহিত মেয়েদের জন্য একটি আশীর্বাদ সড়ক উদ্যোগ। সরকার এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সাহায্য দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আপনি যদি এই সুবিধা গ্রহণ করতে চান, তাহলে যথাসময়ে আবেদন করুন এবং প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখুন।

এই ধরনের আরও সরকারি প্রকল্পের আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন 👉 prokolpobangla.in

WhatsApp Group Join Now

আমাদের মাধ্যমে সমস্ত তথ্য দ্রুত পেতে আমাদের Whatsapp channel টি ফলো করে নিন । Whatsapp channel এর মাধ্যম আমরা সব রকমের ছোট বড় আপডেট দিয়ে থাকি, ধন্যবাদ ।

আরো পড়ুন : লক্ষীর ভান্ডার প্রকল্পে অনলাইনে কিভাবে আবেদন করবেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top